সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিনকে পাথর লুটের অভিযোগে দলীয় সব পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে বিএনপি

গণমঞ্চ ডেস্ক-

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিনকে বড় আকারের পাথর লুটের অভিযোগে দলীয় সব পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে বিএনপি।

সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র সাদা পাথরে পাথর লুটের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগের পর গতকাল (১১ আগস্ট) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “চাঁদাবাজি, ভূমি দখল ও অন্যান্য অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে, যা বিএনপির আদর্শ ও নীতির পরিপন্থী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিনকে দলীয় সব পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো। তার স্থলাভিষিক্ত হিসেবে উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।”

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর সিলেটের সাদা পাথরসহ অন্যান্য পাথর কোয়ারিতে লুটপাট বেড়ে যায় বলে অভিযোগ রয়েছে, যেখানে বিএনপি নেতাদেরও সম্পৃক্ততা রয়েছে বলে জানা যায়।

সম্প্রতি পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যায় ধলাই নদীর উৎসস্থলে (স্থানীয়ভাবে সাদা পাথর নামে পরিচিত) বিপুল পরিমাণ পাথর জমা হয়। এরপর থেকে প্রতিদিন শত শত নৌকা দিয়ে পাথর উত্তোলনের পাশাপাশি নদীর তীর থেকে বালু ও মাটি সরানোর ঘটনাও ঘটছে।

এভাবে নিয়ন্ত্রণহীন পাথর উত্তোলনে এলাকা প্রাকৃতিক সম্পদে নিঃস্বপ্রায় হয়ে পড়েছে।

শাহাব উদ্দিনের বিরুদ্ধে শুরু থেকেই এ লুটপাটে জড়িত থাকার অভিযোগ ছিল। তবে সাম্প্রতিক সময়ে এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর জনমতের চাপে ব্যবস্থা নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *