সালমান, শায়ানসহ ২৭ জনের বিরুদ্ধে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের মামলা বিটিআরসির

গণমঞ্চ নিউজ ডেস্ক –

বেক্সিমকো গ্রুপের ভাইস-চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, তার ছেলে শায়ান রহমানসহ ২৭ জনের বিরুদ্ধে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে গুলশান থানায় মামলাটি দায়ের করেন বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, মামলায় সালমান ও তার ছেলেসহ মোট ২৭ জন ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ৭৩, ৭৪ ও ৭৬ ধারা এবং দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় মামলাটি করা হয়েছে।

মামলার এজাহারের বরাত দিয়ে সংবাদধ্যমের খবরে বলা হয়েছে, আইজিডব্লিউ অপারেটরস ফোরাম গঠনের পর কোম্পানিগুলো লাইসেন্সের শর্ত ও চুক্তি ভঙ্গ করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ছিল।

বিগত সরকারের আমলে বিদেশ থেকে আসা আন্তর্জাতিক ফোনকল স্থানীয় অপারেটরদের কাছে হস্তান্তরের জন্য আইজিডব্লিউ লাইসেন্স দেওয়া হয়েছিল। পরে অন্তর্বর্তী সরকারের আমলে ফোরামটির বিরুদ্ধে বকেয়া পরিশোধ না করে চলে যাওয়া এবং নামমাত্র যন্ত্রপাতি স্থাপন করে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

২০২৪ সালের ১৩ আগস্ট নৌকাযোগে পালানোর সময় সদরঘাট থেকে সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। গত বছরের গণঅভ্যুত্থানের সময় একজন ছাত্র ও একজন হকার নিহতের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় তাকে উসকানিদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *