সারাদেশে ৫০টি নতুন নির্বাচন অফিস-সার্ভার স্টেশন নির্মাণে ৪৬৪ কোটি টাকার প্রকল্প প্রস্তাব ইসির

গণমঞ্চ নিউজ ডেস্ক –

ভোটার ডাটাবেস হালনাগাদ ও নির্বাচনি অবকাঠামো আধুনিকায়নের অংশ হিসেবে উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়ে সার্ভার স্টেশনসহ ৫০টি নতুন নির্বাচন অফিস নির্মাণে ৪৬৪ কোটি ৮৩ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)।

‘উপজেলা/থানা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং সার্ভার স্টেশন নির্মাণ’ শীর্ষক এ প্রকল্পটি অনুমোদনের জন্য ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে বলে নির্বাচন কমিশন ও পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন।

জানা গেছে, প্রকল্পের আওতায় একটি আঞ্চলিক নির্বাচন অফিস, তিনটি জেলা নির্বাচন অফিস, ৪৬টি উপজেলা নির্বাচন অফিস ও সার্ভার স্টেশন নির্মাণ এবং ১৬টি মেট্রোপলিটন থানায় অফিস স্পেস কেনার প্রস্তাব রাখা হয়েছে।

মোট ৪৬৪ কোটি ৮৩ লাখ টাকার প্রকল্প ব্যয়ের অর্ধেকেরও বেশি, প্রায় ২৪০ কোটি টাকা ব্যয় হবে ১৬টি থানার নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও সার্ভার স্টেশনের জন্য অফিস স্পেস কেনা এবং অফিস স্থাপনে।

সম্পূর্ণ সরকারি অর্থায়নে নেওয়া এ প্রকল্পটি নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে গণপূর্ত অধিদপ্তরের সহায়তায় ২০২৮ সালের জুনের মধ্যে বাস্তবায়িত হওয়ার কথা। এটি ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “পদ্ধতিগতভাবে এটা পরিকল্পনা মন্ত্রণালয়ে গিয়েছে, তারা পরীক্ষা-নিরীক্ষা করবে। হয়তো কিছু কাটছাঁট করতে বলবে। আমরা আমাদের বক্তব্য তুলে ধরবো, দর-কষাকষি তো চলবেই। তবে প্রকল্পটি খুবই প্রয়োজনীয়। আমরা আশা করি দ্রুত অনুমোদন হবে।”

প্রকল্পটি লক্ষ্য হলো নিয়মিত ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ, জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি এবং ব্যালট পেপার, ভোটার নিবন্ধন ফরম, ব্যালট বাক্স, ইভিএম ও অন্যান্য নির্বাচনি সরঞ্জাম সংরক্ষণের আধুনিক ও নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করা।

ইসির কর্মকর্তারা বলছেন, এসব অবকাঠামো তৈরি হলে নির্বাচন কমিশনের মিশন বাস্তবায়ন আরও সহজ হবে। ছবিসহ ভোটার তালিকা ব্যবহার ও তথ্যপ্রযুক্তির প্রয়োগের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হয়ে উঠবে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *