গণমঞ্চ নিউজ ডেস্ক –
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আবারও মুখোমুখি হয়েছেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আকস্মিকভাবে দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে।
সংঘর্ষের কারণে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়।
বিস্তারিত জানতে চাইলে নিউ মার্কেট থানার ওসি মাহফুজুল ইসলাম বলেন, “এ মুহূর্তে কথা বলা সম্ভব নয়, আমরা সংঘর্ষ থামানোর চেষ্টা করছি।” তবে কী কারণে নতুন করে এ সংঘর্ষের সূত্রপাত ঘটেছে, সে বিষয়ে পুলিশ নিশ্চিত করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ দুই কলেজের শিক্ষার্থীরা রাস্তায় মুখোমুখি হয় এবং পরস্পরের দিকে ইটপাটকেল ছুড়তে থাকে।
ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ নতুন নয়। মাত্র সিকি কিলোমিটার দূরত্বে অবস্থিত দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রায়ই নানা তুচ্ছ ঘটনায় সংঘাতে জড়িয়ে পড়ে। গত ১৮ মার্চ বড় ধরনের সংঘর্ষে অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছিলেন। এর আগে ২০ ফেব্রুয়ারি ও ১৯ জানুয়ারিও সংঘর্ষে জড়িয়েছিল দুই কলেজের শিক্ষার্থীরা।