গণমঞ্চ নিউজ ডেস্ক –
ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিএমপির এক খুদে বার্তায় এই তথ্য জানিয়ে বলা হয়, শফিকুল ইসলামকে আজ সোমবার সকালে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
তবে কোন অভিযোগে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানায়নি ডিএমপি।
শফিকুল ইসলাম ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি তিনবার সংসদ সদস্য ছিলেন।