সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ রিমান্ডে, আতিককে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

গণমঞ্চ নিউজ ডেস্ক –

গত বছরের ১৯ নভেম্বর ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে কিরণকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এবং গত ১৬ অক্টোবর রাতে মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিকুলকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

রাজধানী উত্তরা পূর্ব থানাধীন এলাকায় ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদ হত্যাচেষ্টা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা, উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মো. নাজমুল সাকীব, আসামিদের আদালতে হাজির করে কিরণের সাত দিনের রিমান্ড এবং আতিকুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

এসময় আসামিপক্ষের আইনজীবী মোরশেদ আলম শাহীন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ড ও গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত কিরণের জন্য তিন দিনের রিমান্ড এবং আতিকুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর আগে, গত বছরের ১৯ নভেম্বর ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে কিরণকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে যশোর জেলা কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

অন্যদিকে, গত ১৬ অক্টোবর রাতে মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিকুলকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরদিন মোহাম্মদপুর থানার পৃথক তিনটি হত্যা মামলায় জামিন নামঞ্জুর হয়ে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে, গত বছরের ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদসহ অন্যরা কর্মসূচিতে অংশ নেন। এ সময় আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিতে হামলা, মারধর ও গুলিবর্ষণ চালায়। এতে ইশতিয়াকের পেটে গুলি লাগে।

এ ঘটনার পর, গত বছরের ২৯ অক্টোবর ইশতিয়াক মাহমুদ উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *