সাপ্তাহিক ছুটির কারণে ১ দিনের সাধারণ ছুটি হারাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

গণমঞ্চ ডেস্ক নিউজ

চলতি আগস্ট মাস শেষ দিকে। ৬ দিন পর শুরু হবে সেপ্টেম্বর। জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্ত অুনযায়ী, ৬ সেপ্টেম্বর ঈদ-ই-মিলাদুন্নবী; দিনটি সাধারণ ছুটি। কিন্তু দিনটি আবার সাপ্তাহিক ছুটির দিন শনিবার। ফলে সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় ১ দিনের সাধারণ ছুটি হারাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

অবশ্য ২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, বছরের শেষ চার মাসে চাকরিজীবীরা আরও পাঁচ দিনের ছুটি উপভোগ করতে পারবেন। এগুলো সাপ্তাহিক ছুটির দিনের বাইরে রয়েছে। যেমন: দুর্গাপূজা (১ অক্টোবর-বুধবার ও ২ অক্টোবর-বৃহস্পতিবার), বিজয় দিবস (১৬ ডিসেম্বর, মঙ্গলবার) এবং যিশুখ্রিস্টে জন্মদিন বা বড়দিন (২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার)। এর মধ্যে ১ অক্টোবর তারিখটি নির্বাহী আদেশে ছুটি হিসেবে ধরা হবে। দুর্গাপূজায় একদিন নির্বাহী আদেশে ছুটিসহ দুই দিনের সরকারি ছুটি থাকছে। যেহেতু এর সঙ্গে সপ্তাহ শেষে শুক্র ও শনিবার যুক্ত হবে, ফলে অনেকেই চার দিনের টানা ছুটি উপভোগ করতে পারবেন।

বছরের শেষ প্রান্তে থাকা এই পাঁচটি সরকারি ছুটি নিয়ে ইতোমধ্যেই চাকরিজীবীদের মাঝে আগ্রহ দেখা যাচ্ছে। অনেকে এখনই পরিকল্পনা করছেন, কীভাবে এই সময়গুলোকে কার্যকরভাবে কাজে লাগানো যায়।

উল্লেখ্য, চাকরিজীবীরা এ বছর সবচেয়ে দীর্ঘ ছুটি কাটিয়েছেন দুই ঈদে। যেমন- ঈদুল ফিতরে: ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন এবং ঈদুল আজহায়: ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *