সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা স্বশরীরে হাজিরা ও অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ

গণমঞ্চ ডেস্ক-

রাজধানীর একটি আদালত সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে স্বশরীরে আদালতে হাজির হয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ নির্দেশ দেন। নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা না দেওয়ায় এ আদেশ আসে।

সোমবার প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হন।

পরে আদালত আগামী ১৪ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করে দেন, যেদিন তদন্ত কর্মকর্তা স্বশরীরে হাজির হয়ে তদন্তের অগ্রগতির বিস্তারিত উপস্থাপন করবেন।

এর ফলে এ পর্যন্ত মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১২০ বার পিছিয়ে গেল।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনিকে হত্যা করা হয়। পরদিন রুনির ভাই নওশাদ আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

গত বছরের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) তদন্ত থেকে সরিয়ে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে তদন্ত করার নির্দেশ দেয়।

প্রথমে মামলাটি তদন্ত করে শেরেবাংলা নগর থানা পুলিশ, পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে র‌্যাবের কাছে দেওয়া হয়।

হাইকোর্টের নির্দেশের পর গত বছরের ২৩ অক্টোবর সরকার পিবিআই প্রধানের নেতৃত্বে চার সদস্যের টাস্কফোর্স গঠন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *