সাকিব আল হাসানের আরেকটি অনন্য রেকর্ড

প্রথম বামহাতি স্পিনার হিসেবে টি-২০ ক্রিকেটে ৫০০ উইকেটের অনন্য রেকর্ড করেছেন সাকিব আল হাসান।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (CPL)-এ সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে পাক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে কট আউট বোল্ড করে ইতিহাসে নাম লেখান সাকিব।
বিশ্বের প্রথম বামহাতি স্পিনার হিসেবে ৫০০ টি-২০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

ওভারল টি-২০তে ৬৬০ উইকেট নিয়ে শীর্ষে আফগান লেগ স্পিন উইজার্ড রশিদ খান। এরপর ৬৩১ উইকেট নিয়ে দুইয়ে ডোয়াইন ব্রাভো, ৫৯০ উইকেট নিয়ে তিনে নারিন, ৫৫৪ উইকেট নিয়ে চারে ইমরান তাহির।

এরপরেই ৫০২ উইকেট নিয়ে বাংলাদেশের পোস্টার বয়।

তবে, উপরের সবাই ডানহাতি বোলার। সাকিব একমাত্র বামহাতি বোলার যিনি এই মাইলফলক স্পর্শ করেছেন।

অনন্য এই অর্জনের দিনে সাকিব আরও একটি রেকর্ডের মালিক হয়েছেন, যেটিতে তার আর কেউ অংশীদার নেই।
ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টি-২০তে ৭০০০ রান এবং ৫০০ উইকেটের যুগলবন্দী রেকর্ডও এখন কেবল তার দখলে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *