সর্বকালের সেরা ফুটবলারের খেতাব পেলেন রোনালদো

গণমঞ্চ ডেস্ক নিউজ

পর্তুগালের লিগ কর্তৃপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদোকে ‘সর্বকালের সেরা ফুটবলারের’ খেতাব দিয়েছেন। দুই দশকের বেশি সময় ধরে ফুটবল বিশ্বকে অনবদ্য মুহূর্ত উপহার দেওয়ার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

রোনালদোকে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ (২২৩) ও গোল (১৪১) করার জন্য বিশেষভাবে সম্মান জানানো হয়েছে। লিগা পর্তুগাল এক বিবৃতিতে বলেছেন, লাখ লাখ মানুষের আদর্শ, তিনি একটি যুগকে সঙ্গ দিয়েছে। বিশ্ব ফুটবলে অমোচনীয় পদচিহ্ন রেখেছেন। ব্যক্তিগত রেকর্ড, শিরোপা এবং মিডিয়ায় প্রভাবের মাধ্যমে তার উত্তরাধিকার তাকে সর্বকালের সেরা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

পোর্তোতে হওয়া অনুষ্ঠানে রোনালদো উপস্থিত ছিলেন না। আল নাসরের স্ট্রাইকার রোনালদো একটি ভিডিও বার্তায় বলেন, সর্বকালের সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়ায় লিগ কর্তৃপক্ষকে ধন্যবাদ। দেশের হয়ে এই খেতাব পাওয়া আমার জন্য বিশাল সম্মান। পুরো ক্যারিয়ারে পাশে থাকা সতীর্থ-কোচ এবং যারা আমাকে আরও ভালো হতে সাহায্য করেছেন, তাদেরও ধন্যবাদ।

একই সঙ্গে বিশ্বকাপ বাছাই পর্বে হাঙ্গেরির বিপক্ষে ৩-২ ব্যবধানের ম্যাচে একটি গোল করে তিনি যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার শীর্ষে উঠেছেন। এখন তার গোল সংখ্যা ৩৯, যা পূর্বে গুয়েতামালার কার্লোস রুইজের একক রেকর্ড ছিল। ৪০ বছর বয়সেও রোনালদোকে নিয়ে বিশ্বকাপের স্বপ্ন পূরণের অপেক্ষা, এখন ফুটবল বিশ্বেই নজর কাড়ছে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *