সম্প্রীতির বন্ধন অটুট রাখতে তারেক রহমানের নির্দেশে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ চষে বেড়াচ্ছেন

মিয়া সুলেমান, ময়মনসিংহ থেকে

দেশে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্য ও সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর নির্দেশনা অনুযায়ী ইশ্বরগঞ্জ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শনে মাঠে নেমেছেন।

নেতৃবৃন্দের আগমনে দুর্গাপূজা উদযাপনকে ঘিরে হিন্দুধর্মাবলম্বী ভক্তদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। সরেজমিন ঘুরে সাংবাদিক মিয়া সুলেমান এ চিত্র দেখতে পান।

উপজেলা বিএনপি আহ্বায়ক জনাব লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আবহমানকাল ধরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন করে আসছে। দুর্গোৎসবকে ঘিরে সমাজের সর্বস্তরের মানুষ মিলিত হন আনন্দ-উৎসবে। এই মহোৎসব পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ়তর করে এবং জাতির মধ্যে ঐক্যের সেতুবন্ধন গড়ে তোলে। শারদীয় দুর্গোৎসব সত্য ও সুন্দরের আলোকে ভাস্বর হয়ে উঠুক—এই কামনা।”

জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক হাদিছ মিয়া বলেন, “বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হলো শারদীয় দুর্গাপূজা। হিন্দু ধর্মমতে দেবী দুর্গা মর্ত্যে অবতীর্ণ হন ভক্তদের কল্যাণ সাধনের জন্য, অশুভ শক্তির বিনাশের জন্য। উৎসব মানেই অন্ধকার থেকে আলোর পথে যাত্রা। এই শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দুধর্মাবলম্বী সকলের সুখ, শান্তি ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।”

ইশ্বরগঞ্জ উপজেলা বিএনপি সদস্য-সচিব জনাব আমিনুল ইসলাম ভুইয়া মণি বলেন, “বাংলাদেশে দুর্গাপূজা সর্বদা উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়ে আসছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করাই আমাদের লক্ষ্য।”

আয়োজক কমিটির সদস্যবৃন্দ জানান, “প্রত্যেক ধর্মের মূল শিক্ষা হলো দেশপ্রেম, শান্তি ও মানবকল্যাণ। আমাদের সমাজে হিংসা নয়, বরং শান্তি, সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। বাংলাদেশের প্রতিটি নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।”

স্থানীয় নেতাদের সঙ্গে একাত্ম হয়ে সাংবাদিক মিয়া সুলেমান মত দেন— “ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলে বাংলাদেশি—এই হোক আমাদের সর্বোচ্চ পরিচয়। এবারের শারদীয় দুর্গোৎসব হোক সত্য, সুন্দর ও সম্প্রীতির আলোকে আলোকিত। সকলের সর্বাঙ্গীন মঙ্গল হোক।”

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *