শোক প্রকাশ করে শেখ মুজিবকে নিয়ে যা বললেন শাকিব খান

গণমঞ্চ ডেস্ক

আজ ১৫ আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবস। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। এই দিনে বিগত আওয়ামী লীগ সরকার জাতীয় শোক দিবস পালন করলেও গত বছর থেকে দিনটিতে সরকারি ছুটি বাতিল করা হয়।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ১৫ আগস্ট ঘিরে কেউ কোনো কর্মসূচি পালন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে সামাজিক মাধ্যমে নেটিজেনরা শোক পালন করছেন। তারা ছবি ও কলমে নানাভাবেই শোক প্রকাশ করছেন। এই তালিকায় রয়েছেন শোবিজ তারকারাও।

আজ শুক্রবার শাকিব খান এক ফেসবুক পোস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন।
ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ এই অভিনেতা তাঁর পোস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পোস্ট করেন। যেখানে লিখেছেন, শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।

ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা কখনোই সরাসরি কোনো দলীয় ব্যানারে ছিলেন না।বর্তমানে শাকিব খান নিউ ইয়র্কে রয়েছেন। এ মাসেই তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *