নাজমুল এইচ খান, শৈলকুপা, ঝিনাইদহ থেকে
মানসিক প্রতিবন্ধীর হাতেই ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর ধারণা, তদন্তে নেমেছে পুলিশ, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১৫ নং ফুলহরি ইউনিয়নের হরিতলা মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা। মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি প্রতিমায় হামলা চালাচ্ছে। এলাকাবাসীর দাবি, তিনি মানসিক প্রতিবন্ধী মনছের পাগল।
মন্দিরের পুরোহিত ও পরিচালনা কমিটির সদস্যরা জানান, প্রতিদিনের মতো সোমবার রাতেও মন্দিরে পূজা-অর্চনা শেষ হওয়ার পর প্রতিমাটি যথাস্থানে রাখা ছিল। গভীর রাতে হঠাৎ শব্দ শুনে কয়েকজন স্থানীয় এগিয়ে এলে দেখতে পান প্রতিমা ভাঙচুর করা হয়েছে। পরে সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করা হয়।
স্থানীয়রা জানান, গতকালও ওই ব্যক্তি হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মাটিতে কাদা মেখে সহযোগিতা করতে দেখা গেছে। তার এমন অস্বাভাবিক আচরণ দীর্ঘদিন ধরেই তারা লক্ষ্য করে আসছেন। স্থানীয়দের ধারণা, মানসিক ভারসাম্যহীনতার কারণে সে এই ভাঙচুরের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। মন্দির পরিচালনা কমিটি ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন, “এটি একটি সংবেদনশীল বিষয়। আমরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি।”
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করেছি। অভিযুক্ত ব্যক্তি সত্যিই মানসিক প্রতিবন্ধী কিনা এবং এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা—তা খতিয়ে দেখা হবে। দোষী সাব্যস্ত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা মন্দির পরিদর্শন করেছেন এবং হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মন্দির এলাকাসহ আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্দির পরিচালনা কমিটি আশা প্রকাশ করেছে, তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন হবে এবং এ ধরনের ঘটনা আর ঘটবে না।