নাজমুল এইচ খান, শৈলকুপা (ঝিনাইদহ) থেকে
ঝিনাইদহের শৈলকুপায় দুর্গাপূজায় মামা বাড়িতে বেড়াতে এসে অতিরিক্ত মদপানের কারণে নন্দিনী সরকার তুলি (২২) নামের এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নন্দিনী সরকার মানিকগঞ্জ সদর উপজেলার গিলোন্দ গ্রামের অনীল চন্দ্র সরকারের মেয়ে। তিনি ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। দুর্গাপূজা উপলক্ষে নন্দিনী গত ১৯ অক্টোবর মামার বাড়ি শৈলকূপা উপজেলার ভান্ডারীপাড়া গ্রামে বেড়াতে আসেন।
নন্দিনীর মামা সঞ্জয় কুমার সরকার জানান, দশমীর দিন বিকেলে নন্দিনী তার বান্ধবীদের সঙ্গে বিসর্জন উপলক্ষে বেড়াতে যায়। সেখানে তারা মদপান করে বলে জানা গেছে। পরে রাতে নন্দিনী অসুস্থ হয়ে পড়লে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ বোধ করলে চিকিৎসক ছাড়পত্র দেন। কিন্তু পরদিন আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে পুনরায় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর চারটার দিকে তার মৃত্যু হয়। নন্দিনীর বড় কাকা গণেশ চন্দ্র সরকার বলেন, চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত মদপানের কারণেই নন্দিনীর মৃত্যু হয়েছে। সে অনেক মেধাবী ছাত্রী ছিল। তাকে হারিয়ে পরিবার শোকে স্তব্ধ হয়ে গেছে।”
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ঘটনার খবর পেয়েছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
৫ অক্টোবর রবিবার সকালে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শেখরা গ্রামের কৃষক হুরমত আলী (৫৫) বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে তিনি আহত হন। পরিবার ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এলে সেখানেই তার মৃত্যু হয়।
একই দিন সকালে উপজেলার সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামে দুলাভাই বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আট বছর বয়সের সুমন নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। খেলতে খেলতে শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। ডাঙায় উঠতে না পেরে সে পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।