শৈলকুপায় গাড়াগঞ্জ সড়কের বেহাল দশা, দুর্ঘটনার ঝুঁকি চরমে

নাজমুল খান, শৈলকুপা (ঝিনাইদহ) থেকে

শৈলকুপা-গাড়াগঞ্জ সড়কের কবিরপুর সর্বজনীন মন্দির এলাকার সড়কটি এখন চরম বেহাল অবস্থায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে কার্পেটিং ও খোয়া সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে জলাবদ্ধতা দেখা দেয়, ফলে পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয়রা জানান, প্রতিদিনই এই সড়কে কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। অটোরিকশা, মোটরসাইকেল ও হালকা যানবাহন উল্টে গিয়ে চালক ও যাত্রীরা আহত হচ্ছেন। ব্যবসায়িক ও জরুরি কাজে ব্যবহৃত যানবাহনগুলোও মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “রোডস এন্ড হাইওয়ে কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণেই আজ এমন পরিস্থিতি। বারবার অবহিত করার পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মনে হচ্ছে তারা জনগণের দুর্ভোগের প্রতি সম্পূর্ণ উদাসীন।”

স্থানীয় সচেতন মহলের দাবি, অবিলম্বে সড়কটির সংস্কার কাজ শুরু করা হোক। অন্যথায় যে কোনো দুর্ঘটনার দায়ভার রোডস এন্ড হাইওয়ে কর্তৃপক্ষকেই নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *