শৈলকুপায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত

নাজমুল হোসেন, শৈলকূপা (ঝিনাইদহ) থেকে

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মাদক, বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে “গ্রীন শৈলকুপা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন” (জিএসডিএফ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

জিএসডিএফ-এর সভাপতি ড. মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. গিয়াস উদ্দিন।
প্রধান আলোচকের বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যশোর সরকারি সিটি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মেজর মো. ইয়ামিন আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বাকী বিল্লাহ
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরিফ উদ্দিন
গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জোয়ার্দার
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসাইন মোল্লা
শিক্ষক কর্মচারী ঐক্য জোট সমিতির সভাপতি মো. সাহিদুর রহমান
গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাহার হোসেন
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইনসান কবির
অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনার আযম খান সরকারি কমার্স কলেজের সহকারী অধ্যাপক শামীমুজ্জামান সবুজ এবং অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার প্রভাষ কুমার মন্ডল।

আলোচনা সভা শেষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত হাকিমপুর ও ধলহরাচন্দ্র ইউনিয়নের ৬টি বিদ্যালয়ের মোট ১৭ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *