শৈলকুপায় আলোচিত সন্ত্রাসী ও মাদক কারবারি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মেহেদী ইয়াবাসহ আটক

নাজমুল এইচ খান, শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ৩৫ পিস ইয়াবাসহ আলোচিত সন্ত্রাসী ও মাদক কারবারি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মেহেদী (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার দিগনগর ইউনিয়নের দেবতলা গ্রামে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মেহেদী দেবতলা গ্রামের মতিয়ার মিয়ার ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন দিগনগর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি। তিনি শৈলকুপার সিনিয়র সাংবাদিক আলমগীর অরণ্যের হত্যাচেষ্টা মামলার আসামি বলেও জানা গেছে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খানের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ইন্সপেক্টর (তদন্ত) শাকিল আহমেদের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ হুমায়ুন কবির, এএসআই (নিঃ) আনিছুর রহমান ও এএসআই মোঃ কামরুল ইসলামের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

ওসি মাসুম খান জানান, আটক মেহেদী একজন চিহ্নিত মাদক কারবারি ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা। তাকে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ব্যবসায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *