গণমঞ্চ নিউজ ডেস্ক –
ভারতের অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান ও হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি বৃহস্পতিবার বলেছেন, সরকার যদি সত্যিই ‘অবৈধ বাংলাদেশিদের’ ভারত থেকে ফেরত পাঠাতে চায়, তবে সেই প্রক্রিয়া শুরু করা উচিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর মাধ্যমে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারত পালিয়ে আসেন এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে ওয়াইসি প্রশ্ন তোলেন, “ওই ক্ষমতাচ্যুত নেত্রীকে আমরা কেন দেশে রেখেছি? তাকে ফেরত পাঠানো হোক। উনি কি বাংলাদেশি নন?”
তিনি আরও বলেন, ভারতকে ঢাকায় সংঘটিত ‘জনগণের বিপ্লব’ মেনে নিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে।
ওয়াইসি অভিযোগ করেন, ভারতে বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে হয়রানি করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, সম্প্রতি মালদা ও মুর্শিদাবাদের দরিদ্র বাংলাভাষী ভারতীয়দের পুনে থেকে বিমানে কলকাতায় পাঠিয়ে দেওয়ার পর সীমান্ত এলাকায় ফেলে রাখা হয়েছে, যাদের যাচাই ছাড়াই ‘পুশ-ইন’ করা হয়েছে।
তিনি প্রশ্ন রাখেন, “যে কেউ বাংলায় কথা বললেই কি বাংলাদেশি? এটি প্রমাণ করে দেশে কতটা বিদ্বেষ ছড়ানো হচ্ছে।”
ওয়াইসির অভিযোগ, বাংলাভাষীদের টার্গেট করে সারা দেশে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে এবং পুলিশ কোনো আইনগত প্রক্রিয়া ছাড়াই সাধারণ মানুষকে আটক কেন্দ্রে পাঠাচ্ছে।