গণমঞ্চ নিউজ ডেস্ক –
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, সমাজকল্যাণ ও পানিসম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) রেহেনা পারভীনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। তিনি এ মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন পাওয়া প্রথম নারী।
এর আগে গত ২১ জুলাই রাজধানী ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর পরীক্ষার রুটিনকে কেন্দ্র করে ছাত্রদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ২২ জুলাই এই বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়। পরে গত ২৩ জুলাই তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। প্রায় তিন সপ্তাহের বেশি সময় পর তার স্থলাভিষিক্ত করা হয়েছে রেহানা পারভীনকে। এত দিন একজন অতিরিক্ত সচিব রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন।
এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনকে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আবু ইউছুফ। অর্থ বিভাগের এই অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে প্রায় সাত মাস ধরে নিয়মিত সচিব না থাকার পর ৩ আগস্ট পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব এস এম শাকিল আখতারকে পদোন্নতি দিয়ে এ মন্ত্রণালয়ের সচিব করা হলেও গতকাল রবিবার পর্যন্ত তিনি এখনো যোগ দিতে পারেননি। বর্তমানে রুটিন সচিবের দায়িত্বে আছেন অতিরিক্ত সচিব মো. তোফাজ্জেল হোসেন।