গণমঞ্চ নিউজ ডেস্ক –
বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার আর নেই। আজ বুধবার বেলা পৌনে তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। বিষয়টি তাঁর ছেলে সুমন সরকার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত জুনে ঢাকার একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়। এরপর থেকে তিনি বেশিরভাগ সময় চিকিৎসাধীন ছিলেন। কিডনিসংক্রান্ত জটিলতাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। কয়েক দিন আগে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার জানান, হাসপাতাল থেকে যতীন সরকারের মরদেহ জেলা উদীচী কার্যালয়ে নেওয়া হবে, যেখানে সর্বসাধারণ তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন। পরে মরদেহ নেত্রকোনার নিজ বাড়িতে নেওয়া হবে এবং সেখানেই তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।