শাহজালাল বিমানবন্দরে ৭৬ ভরি স্বর্ণ উদ্ধার, আটক ৩

গণমঞ্চ ডেস্ক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৮৭.৫০ গ্রাম (৭৬ ভরি) স্বর্ণ উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। এসব ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) বিমানবন্দরে ৩ টি পৃথক ঘটনায় যথাক্রমে ২৯৩.৫০ গ্রাম, ৩৯৫ গ্রাম এবং ১৯৯ গ্রামসহ মোট ৮৮৭.৫০ গ্রাম স্বর্ণ উদ্ধারসহ মোট ০৩ জনকে আটক করা হয়েছে।

জানা যায়, সকালে ০৯ টার দিকে বিমানবন্দরের বহির্গমন ও আগমনী টার্মিনালের গোলচত্ত্বর এলাকায় তল্লাশিকালে ২৯৩.৫০ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মোঃ সালেহ ফয়সাল (২৭) কে আটক করে আর্মড পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ৩৬ লক্ষ ১০ হাজার ৫০ টাকা। একই দিনে দুপুর ২ টার দিকে বিমানবন্দরের ২ নম্বর আগমনী টার্মিনালের মিডিয়া কর্ণার সংলগ্ন এলাকায় তল্লাশিকালে ৩৯৫ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মনিরুল ইসলাম (৩৪) নামের একজন ব্যক্তিকে আটক করে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ৪৬ লক্ষ ২১ হাজার ৫০০ টাকা। উভয় ঘটনায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫ বি এর ১ (বি)/২৫-ডি ধারায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়। 

এছাড়াও সকাল ১০ টার দিকে বিমানবন্দরের ২ নম্বর আগমনী টার্মিনালে তল্লাশিকালে ১৯৯ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মাসুম রানা (৩২) নামে একজন ব্যক্তিকে আটক করে আর্মড পুলিশ। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দরস্থ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হয়। 

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো তারা বিভিন্ন দেশ হতে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনয়ন করে । আটককৃত প্রত্যেকেই দীর্ঘদিন যাবৎ বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট এর সাথে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছে বলে জানা যায় ।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, ‘বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট আর্মড পুলিশ অত্যন্ত সতর্ক। স্বর্ণ চোরাচালানের তৎপরতা রোধকল্পে আমরা বরাবরের মতোই শক্ত অবস্থানে আছি।’

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *