শাকিবের নায়িকা নাবিলাকে নিয়ে নিশো ফিরছেন ওটিটিতে

বহুল আলোচিত জুটি পরিচালক ভিকি জাহেদ ও অভিনেতা আফরান নিশো আবারও ফিরছেন নতুন গল্প নিয়ে। ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেতে যাচ্ছে তাদের নতুন সিরিজ ‘আকা’। এতে প্রথমবারের মতো যুক্ত হয়েছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা-এটাই তার প্রথম পূর্ণাঙ্গ ওটিটি সিরিজ। এর আগে তুফান ছবিতে শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি।

নেটিজেনদের মধ্যে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, বড় পর্দায় অভিষেকের পর নিশো ওটিটির কাজে ফিরছেন। অবশেষে সেই খবর সত্যি হলো। প্রায় তিন বছর পর ওটিটির জন্য কাজ করলেন তিনি। ‘আকা’কে কেন্দ্র করে নিশো বলেন, “আমি সিরিজটি নিয়ে আশাবাদী। দর্শক নিশ্চয়ই ভিন্ন স্বাদের কিছু পাবেন।”

পরিচালক ভিকি জাহেদ জানান, “‘আকা’ নির্মাণ আমার কাছে এক আবেগের যাত্রা। এটি আমার প্রথম সামাজিক থ্রিলার। দর্শকদের সঙ্গে এক ধরনের এক্সপেরিমেন্ট করেছি এখানে, প্রতিক্রিয়াই জানিয়ে দেবে সেটা কতটা সফল হয়েছে। নিশো ভাইয়ের সঙ্গে এর আগে বহু কাজ করেছি, তবে সিরিজে এটাই প্রথম। নাবিলা আপুও দারুণ সহযোগী ছিলেন।”

নাবিলা বলেন, “‘আকা’ আমার জন্য বিশেষ একটি কাজ। আমার প্রথম সিরিজ হিসেবে আমি খুব আনন্দিত। আশা করি, দর্শকরা শুধু আমার চরিত্র নয়, পুরো গল্পকেই আপন করে নেবেন।”

ন্যায়–অন্যায়, শোধ–প্রতিশোধ, সাসপেন্স ও রহস্যের মিশ্রণে নির্মিত হয়েছে সিরিজটি। ঢাকার বিভিন্ন লোকেশনে শুট হওয়া ‘আকা’ মুক্তি পাবে চলতি সেপ্টেম্বরেই হইচইতে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *