মিয়া সুলেমান, ময়মনসিংহ থেকে
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার মাইজবাগ ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ বাজারে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আজ সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিদ্যুতের তারে শর্ট সার্কিট হওয়ার পর মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ঘরের মালিক ও স্থানীয় বাসিন্দারা জানান, আগুনের তীব্রতা এতটাই ছিল যে সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং সম্পদ রক্ষা করার সুযোগও পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ব্যবস্থার দুর্বলতা ও পুরনো বৈদ্যুতিক তার ব্যবহারের কারণে পূর্বেও এ ধরনের দুর্ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তারা সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সচেতন থাকার এবং পুরনো বৈদ্যুতিক তার দ্রুত পরিবর্তনের পরামর্শ দিয়েছেন।