শরীর স্পর্শ করার প্রয়োজন হলে অনুমতি নিতেন শাহরুখ: শিবা

শুটিংয়ে কারও শরীর স্পর্শের প্রয়োজন হলে শাহরুখ খান আগে অনুমতি নিতেন বলে জানিয়েছেন বলিউড অভিনেত্রী শিবা চাড্ডা। সম্প্রতি সিদ্ধার্থ কাননের পডকাস্টে অতিথি হয়ে বলিউড বাদশাহর সঙ্গে কাজের স্মৃতি শেয়ার করেছেন নব্বই দশকের শেষ দিকে ‘দিল সে’ সিনেমায় অভিষেক হওয়া এই অভিনেত্রী। 

শিবা জানান, ‘দিল সে’ ছবিতে তার চরিত্র ছিল খুবই ছোট। ডালহৌসিতে শুটিংয়ের সময় মণীষা কৈরালা উপস্থিত না থাকায়, পরিচালক মণি রত্নম তাকে মণীষার পোশাক পরে বডি ডাবল হিসেবে হাঁটার দৃশ্যে অংশ নিতে বলেন। তখনই প্রথমবার শাহরুখের সঙ্গে সেটে দেখা হয় তার।

শাহরুখ তার কলেজের সিনিয়র ছিলেন উল্লেখ করে শিবা বলেন, আমি ‘জিরো’ ও ‘রইস’ এ শাহরুখের মায়ের চরিত্রে অভিনয় করেছি। অথচ তিনি আমার হংস রাজ কলেজের সিনিয়র। বিষয়টি কখনো তাকে মনে করিয়ে দিইনি।

শিবা স্মৃতিচারণ করে বলেন, ‘রইস’ মুক্তির আগে দিল্লিতে এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন এই ছবিতে এমন এক অভিনেত্রী আছেন, যিনি আমার মায়ের চরিত্রে দারুণ অভিনয় করেছেন। অথচ আমাদের কোনো দৃশ্যই একসঙ্গে ছিল না। শাহরুখ সত্যিই ভিন্ন ধরণের একজন মানুষ।

তার ভদ্রতার উদাহরণ টেনে শিবা আরও বলেন, ‘রইস’-এর শুটিংয়ে আমাদের একটি আলিঙ্গনের দৃশ্য ছিল। শুটিং শুরু হওয়ার আগে শাহরুখ এসে জিজ্ঞেস করলেন ‘আমি কি আপনাকে স্পর্শ করতে পারি?’ আমি হ্যাঁ বলার পরেই তিনি দৃশ্যটি করেন। সেটে যাওয়ার আগেই তিনি আমার নাম জানতেন এ অনুভূতি ছিল বিশেষ।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *