রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধবিরতি অপরিহার্য নয়: ট্রাম্প

গণমঞ্চ নিউজ ডেস্ক –

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধবিরতি অপরিহার্য নয়। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় তিনি এ মন্তব্য করেন।

তিন বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের মাত্র তিন দিন পর ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন জেলেনস্কি। সোমবার বেলা সোয়া ১টায় হোয়াইট হাউসে পৌঁছালে ট্রাম্প তাঁকে স্বাগত জানান। পরে দুই প্রেসিডেন্ট ওভাল অফিসে বসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

যুদ্ধবিরতি না হলে ভয়াবহ পরিণতি হতে পারে কি না—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি মনে করি না যে যুদ্ধবিরতি আবশ্যক। এটা অবশ্যই ভালো বিষয়, কিন্তু শান্তি প্রতিষ্ঠার জন্য শর্ত নয়।” তিনি আরও উল্লেখ করেন, কৌশলগত কারণে কোনো দেশ যুদ্ধবিরতিতে সম্মত নাও হতে পারে।

জেলেনস্কির সঙ্গে বৈঠকের পাশাপাশি ট্রাম্প ইউরোপের বিভিন্ন মিত্র রাষ্ট্রের নেতাদের সঙ্গে, ইউরোপীয় কমিশন এবং ন্যাটোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় বসবেন। সাংবাদিকদের সামনে তিনি স্পষ্ট করে জানান, “আমি চাই এই যুদ্ধ শেষ হোক, সবার জন্যই এটাই কাম্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *