রাশিয়ান বিজ্ঞানীদের দাবি, ক্যানসারের ভ্যাকসিন ব্যবহার উপযোগী পরীক্ষায় সফল

গণমঞ্চ নিউজ ডেস্ক –

রাশিয়ান বিজ্ঞানীরা নতুন এক ক্যানসার ভ্যাকসিন উদ্ভাবন করেছেন, যা এখন ক্লিনিক্যাল ব্যবহারের জন্য প্রস্তুত। ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি (এফএমবিএ)-র প্রধান ভেরোনিকা স্কভোরৎসোভা ভ্লাদিভোস্তকে অনুষ্ঠিত ইস্টার্ন ইকোনমিক ফোরামে এ ঘোষণা দেন বলে রাশিয়ান সংবাদমাধ্যম তাস এক প্রতিবেদনে জানিয়েছে।

এন্টারোমিক্স নামের এই ভ্যাকসিন এমআরএনএ প্রযুক্তিভিত্তিক—যে পদ্ধতি কিছু কোভিড–১৯ ভ্যাকসিন তৈরিতেও ব্যবহৃত হয়েছে। প্রচলিত দুর্বল ভাইরাসের পরিবর্তে এমআরএনএ ভ্যাকসিন শরীরের কোষগুলোকে নির্দিষ্ট প্রোটিন উৎপাদনে উদ্বুদ্ধ করে, যা ক্যানসার কোষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

স্কভোরৎসোভা জানান, দীর্ঘ কয়েক বছরের গবেষণার পাশাপাশি তিন বছরের বাধ্যতামূলক প্রাক-ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়েছে। পরীক্ষায় দেখা গেছে, বারবার প্রয়োগের পরও ভ্যাকসিনটি নিরাপদ এবং অত্যন্ত কার্যকর। কিছু ক্ষেত্রে টিউমার ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছোট হয়েছে বা ধীর গতিতে বেড়েছে, ক্যানসারের ধরনভেদে ফল ভিন্ন হয়েছে। গবেষকেরা পরীক্ষার বিষয়গুলোর মধ্যে জীবনরক্ষার হারও উন্নত হয়েছে বলে উল্লেখ করেছেন।

প্রাথমিকভাবে এ ভ্যাকসিনটি কোলোরেক্টাল ক্যানসারের (বৃহদান্ত্রের ক্যানসার) জন্য ব্যবহার করা হবে। পাশাপাশি গ্লিওব্লাস্টোমা (দ্রুত বৃদ্ধি পাওয়া মস্তিষ্কের ক্যানসার) এবং কিছু প্রকারের মেলানোমা (গুরুতর ত্বকের ক্যানসার), বিশেষত চোখে প্রভাব ফেলা অকুলার মেলানোমা–র বিরুদ্ধে ভ্যাকসিন তৈরির কাজও এগিয়ে চলছে।

ভ্লাদিভোস্তকে আয়োজিত ১০ম ইস্টার্ন ইকোনমিক ফোরামের সময় এ ঘোষণা আসে। এ আয়োজনে ৭৫টিরও বেশি দেশের ৮ হাজার ৪০০–এর বেশি অংশগ্রহণকারী যোগ দেন।

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *