গণমঞ্চ নিউজ ডেস্ক –
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নে পালাতক শেখ হাসিনার জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইউনিয়নের ৬নং ওয়ার্ড আমিন বাজারে আওয়ামী লীগ নেতা ফিরোজের বাড়িতে কেক কেটে জন্মদিন পালন করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ ঘটনায় সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক ছাত্রদল নেতা ও যুক্তরাজ্য বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের কর্মী তামিম হোসেন পাভেল।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন “বিএনপি ও বিরোধী শক্তির কর্মীরা উপস্থিত থেকেও কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়েছেন। শুধু উপস্থিত থাকা নয়, স্বৈরাচারী রাজনীতির বিরুদ্ধে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি।”
পাভেলের দাবি, ঘটনাটি প্রমাণ করেছে স্থানীয় আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক শক্তিগুলো কেবল স্লোগান নির্ভর হয়ে পড়েছে। তারা এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসী রাজনীতি প্রতিহত করার মতো কার্যকর পদক্ষেপ নিতে পারছে না।
তিনি আরও মন্তব্য করেন,“এখনই সময় আত্মসমালোচনার। বিরোধী রাজনৈতিক শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ না হয়, তবে জনগণের পাশে দাঁড়িয়ে ফ্যাসিবাদী রাজনীতিকে প্রতিহত করা সম্ভব হবে না।”
স্থানীয়ভাবে এই পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই প্রশ্ন তুলছেন, বিরোধী রাজনৈতিক সংগঠনগুলো শুধু সামাজিক মাধ্যমে সক্রিয় থাকলেই চলবে, নাকি মাঠেও প্রতিরোধ গড়ে তুলবে?
ভবিষ্যতে সত্যিকার ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়িয়ে আওয়ামী লীগের “সন্ত্রাসী রাজনীতি” প্রতিহত করতে হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তামিম হোসেন পাভেল।