রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কর্নিশে ঝুলন্ত এক শিক্ষার্থীর ওপর পুলিশের গুলির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকার সাবেক মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউশন।
বৃহস্পতিবার সকালে আইসিটি প্রসিকিউটর কার্যালয়ে প্রসিকিউটর ফারুক আহমেদ ও সাইমুম রেজা তালুকদার এ অভিযোগপত্র দাখিল করেন।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই, জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে শিক্ষার্থী আমির হোসেন আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষের মাঝখানে পড়ে যান। এ সময় পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রাণ বাঁচাতে আমির কাছের একটি নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় উঠে আশ্রয় নেন।
একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া করতে গিয়ে ওই ভবনের চতুর্থ তলায় পৌঁছে যায় এবং আমিরকে বন্দুকের মুখে নিচে লাফ দেওয়ার জন্য বারবার হুমকি দেয়।
তাকে ভয় দেখাতে এক পুলিশ সদস্য কয়েক রাউন্ড গুলি চালান। আতঙ্কে আমির হোসেন ভবনের কর্নিশে ঝুলে পড়েন। এ সময় তৃতীয় তলা থেকে এক পুলিশ সদস্য আমিরকে লক্ষ্য করে ছয়টি গুলি ছোড়ে, যা তার পায়ে বিদ্ধ হয়।
পরে পুলিশ সেখান থেকে চলে গেলে আমির লাফ দিয়ে কোনওভাবে তৃতীয় তলায় পড়ে যান। তখন তার পা থেকে প্রচুর রক্তপাত হচ্ছিল।
প্রায় তিন ঘণ্টা পর এক শিক্ষার্থী ও দুইজন চিকিৎসক তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্বর এই হামলা থেকে ভাগ্যক্রমে বেঁচে যান আমির হোসেন।
এই মর্মান্তিক ঘটনার পাশাপাশি, একই দিনে রামপুরা এলাকায় আরও দুইজনকে হত্যার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আরও অভিযোগ আনা হয়েছে।