গণমঞ্চ নিউজ ডেস্ক –
ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে লিভারপুল ও আর্সেনাল। রোববার (৩১ আগস্ট) অ্যানফিল্ডের ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে।
মৌসুমের প্রথম দুই ম্যাচে জয়ে আত্মবিশ্বাসী দুই দলই সমানভাবে শীর্ষে উঠতে চাইছে। তবে আর্সেনালের সেটপিসে সাম্প্রতিক ধারাবাহিক সাফল্য লিভারপুল কোচ আর্নে স্লটের জন্য বাড়তি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
লিভারপুলের হয়ে দুর্দান্ত সূচনা করেছেন নতুন সাইনিং হুগো একিতিকে। জার্মান ক্লাব এইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্ট থেকে আসা এ ফরাসি ফরোয়ার্ড নতুন ক্লাবের হয়ে প্রথম দুই ম্যাচেই গোল পেয়েছেন।
অন্যদিকে অ্যানফিল্ডে এক যুগেরও বেশি সময় ধরে জয়হীন আর্সেনাল এবার সেই পরিসংখ্যান বদলানোর সুযোগ পাচ্ছে। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে জয়ের পর লিডস ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে গানাররা। সে ম্যাচে জোড়া গোল করে প্রিমিয়ার লিগে নিজের উপস্থিতি জোরালোভাবে জানান দিয়েছেন ভিক্টর গিয়োকেরেস।
উল্লেখ্য, আজকের ম্যাচে বিজয়ী দল লিগ টেবিলের শীর্ষস্থান দখলের সুযোগ পাবে।