মোঃ নাসির উদ্দিন, জেলা প্রতিনিধি রাজশাহী
ঢাকা গাজীপুরের ‘”প্রতিদিনের কাগজ” পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যা ও বাংলাদেশের আলো পত্রিকার আনোয়ার হোসেনের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে মোহনপুর উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১ টায়, মোহনপুর উপজেলা ঐক্য প্রেস ক্লাবের সকল সাংবাদিক সমাজ এ কর্মসূচি পালন করে। মোহনপুর উপজেলা ঐক্য প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি রাজিব খাঁনের সভাপতিত্বে এ মানববন্ধনটি মোহনপুর ঐক্য প্রেস ক্লাবের সামনে থেকে র্যালি বের হয়ে রাজশাহী -টু নওগাঁ আঞ্চলিক মহাসড়ক প্রদিক্ষণ করে থানা গেট সংলগ্ন রাস্তার পাশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন করেন।
সাংবাদিকদের সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধনে বক্তব্য দেন – মোহনপুর ঐক্য প্রেস ক্লাবের সম্মানিত সদস্য ও এ,সান কেজি স্কুলের পরিচালক আব্দুল কাদের, আরও উপস্থিত বক্তব্য দেন অত্র প্রেসক্লাবের সহ-সভাপতি খোন্দকার পলাশ মাহমুদ,সাংগঠনিক সম্পাদক এফডি আর:ফয়সাল হোসেন, এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ- সভাপতি আকবর আলী,
সাধারণ সম্পাদক খন্দকার মেজবাউল ইসলাম, যুগ্ন স:সম্পাদক মো, ফিরোজ আলম,কোষাধক্ষ্য মো,মিজান আলী বিশ্বাস, দপ্তর সম্পাদক রঞ্জু আহমদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক মো, মহাজামিল,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো,হাসান আলী,সমাজ কল্যাণ সম্পাদক মো,নাসির উদ্দিন, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো,শাহজাহান আলী,মো,
হাফিজ আলী,মো,আল-আলামিন,
মো,সাগর ইসলাম অভি, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো, সারোয়ার হোসেন,,মো,লিটন সরকার,মো, রাজু আহমেদসহ,উপজেলায় কর্মরত অন্যান্য সংবাদকর্মী, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ। বক্তারা বলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের সকল হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসঙ্গে সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নে সরকারের নিকট জোর দাবি জানান। উভয় কর্মসূচিতেই গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। এ সময় উপজেলা বিভিন্ন পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকরা একত্রিত হয়ে তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।মানববন্ধনে বক্তারা বলেন, “তুহিন হত্যাকাণ্ড শুধুমাত্র একজন সাংবাদিকের মৃত্যু নয়, এটি দেশের গণমাধ্যমের ওপর ভয়ংকর আঘাত।” তারা আরও বলেন, “আমরা জীবনের ঝুঁকি নিয়ে সত্য প্রকাশ করি, অথচ আমাদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই—এটি মেনে নেওয়া যায় না। সরকারকে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে, যাতে আর কোনো তুহিনকে প্রাণ হারাতে না হয়।”সাংবাদিক নেতারা দাবি জানান, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের ওপর হামলার সাহস না পায়। তারা আরও বলেন, “গণতন্ত্র টিকিয়ে রাখতে মুক্ত গণমাধ্যম অপরিহার্য। সাংবাদিকদের ওপর হামলা মানে জনগণের কণ্ঠরোধ করা। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।” সাংবাদিকরা একত্রিত হয়ে তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।