রাজবাড়ীতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

গণমঞ্চ নিউজ ডেস্ক –

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের মামলায় বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আ. আব্দুল মান্নান মিয়াকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই উপজেলার বড় ভবানীপুর গ্রামের মৃত আ. মালেক মিয়ার ছেলে।  

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী। এ সময় আওয়ামী লীগের সমর্থক সন্ত্রাসীরা তাদের ওপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। গুলিতে শিক্ষার্থী জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসেনসহ অনেকে আহত হন। পাশাপাশি ককটেল বিস্ফোরণে আরও কয়েকজন শিক্ষার্থী আহত হন।

ঘটনার এক মাস পর, গত বছরের ২ সেপ্টেম্বর আহত শিক্ষার্থী জিসান খান বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন, আসামি বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *