রাজধানীসহ তিন স্থানে গণপিটুনিতে তিনজন নিহত

গণমঞ্চ ডেস্ক নিউজ

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে মো. ইয়ামিন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার চন্দ্রিমা মডেল টাউন এলাকার এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। এদিকে মৌলভীবাজারের বড়লেখায় অটোরিকশা চুরির সময় গণপিটুনিতে এক যুবক এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাই করার সময় গণপিটুনিতে ডাকাত দলের সদস্য নিহত হয়েছেন।
মোহাম্মদপুর থানার ওসি কাজী মো. রফিকুল আহমেদ বলেন, বিকেলে চন্দ্রিমা মডেল টাউনের ১২ নম্বর হাক্কার পাড় এলাকায় ধারালো অস্ত্রের মুখে স্থানীয় এক ব্যক্তির মোবাইল ফোন ছিনিয়ে নেন দুই যুবক। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তারা সন্দেহভাজন দুই যুবককে পিটুনি দেয়। আহত অবস্থায় তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইয়ামিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ফাহিমকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনায় দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিহত ইয়ামিনের বাড়ি ভোলায়। ঘটনাস্থলের একটি ছবিতে দেখা যায়, ব্রিজের রেলিংয়ের সঙ্গে দুই যুবকের পা বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। নিথর অবস্থায় পড়ে আছে তাদের রক্তাক্ত দেহ। আশপাশে লোকজন ভিড় করে সেই দৃশ্য দেখছেন।

মৌলভীবাজারে নিহত যুবক
বড়লেখা প্রতিনিধি জানান, মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা চুরির সময় গণপিটুনিতে সুমন আহমদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের ডিমাই ওসমানীবাজার এলাকার এ ঘটনায় আহত হয়েছেন জাহাঙ্গীর আলম নামের একজন। নিহত সুমনের বাড়ি সিলেট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। জাহাঙ্গীরের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার সুড়িখাল গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বড়লেখার বিওসি কেছরীগুল গ্রামের স্বপন আহমদ খানের গ্যারেজে সোমবার ভোরে কয়েক চোর ঢোকে। এ সময় তারা গ্যারেজে থাকা তিনটি অটোরিকশা নিয়ে পালিয়ে যাচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্বপন চিৎকার দিলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেন। এ সময় তাদের আটক করে বিক্ষুব্ধ লোকজন মারধর করেন। এতে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সুমনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আড়াইহাজারে ডাকাত সদস্য নিহত
আড়াইহাজার প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়কে ছিনতাই করার সময় গণপিটুনিতে আয়নাল হোসেন (৪২) নামের একজন নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আয়নালের বাড়ি প্রভাকরদী গ্রামে। তিনি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে প্রভাকরদী এলাকায় একটি অটোরিকশায় ছিনতাইয়ের চেষ্টা করে পাঁচ-ছয়জনের একদল ডাকাত। অটোরিকশায় থাকা যাত্রীদের চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসেন। এ সময় আয়নালকে ধরে পিটুনি দেয় উত্তেজিত জনতা। তাঁর মাথা ইট দিয়ে আঘাত করে থেঁতলে দেওয়া হয়েছে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আয়নাল গণপিটুনিতে মারা যান। তাঁর নামে ডাকাতির মামলা রয়েছে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *