গণমঞ্চ ডেস্ক নিউজ
নেপালে হামজার চৌধুরীর খেলার ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছিলেন না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারা। মুখে কুলুপ দিলেও তারাও ধরে নিয়েছেন হামজাকে পাওয়া যাবে না নেপাল সফরে।
গতকাল জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন নেপালে খেলবেন না ইংল্যান্ডপ্রবাসী এ ফুটবলার, ‘হামজা চৌধুরী নেপালের বিপক্ষে খেলছেন না, এটা নিশ্চিত। তাঁর ক্লাব আপাতত ছাড়ছে না।’ ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
কয়েকদিন আগে ইংলিশ চ্যাম্পিয়ন্সশিপ লিগে বার্মিংহামের বিপক্ষে খেলার সময় পায়ে আঘাত পেয়েছিলেন লেস্টার সিটির মিডফিল্ডার হামজা। আঘাত গুরুতর না হলেও ঝুঁকির কথা মাথায় রেখে ক্লাব লেস্টার সিটি না ছাড়ার সিদ্ধান্ত নেয়। হামজার না খেলার চিঠিটি বাফুফেকে পাঠিয়েছেন হামজার এজেন্ট। যদিও জাতীয় দলের ম্যাচের ৭২ ঘণ্টা আগে যেকোনো ক্লাবই আন্তর্জাতিক ম্যাচের জন্য ফুটবলার ছাড়তে বাধ্য। ম্যাচটি প্রস্তুতি হওয়ায় বাফুফেও লেস্টার সিটির সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে।
নেপালের বিপক্ষে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে আজ ঢাকা ছাড়ার কথা ক্যাবরেরার দলের। এই সফরে হামজা চৌধুরীর মতো শমিত সোমও নেই। গত জুনে ঢাকায় ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে তিনি ছিলেন বাংলাদেশ দলের মূল কান্ডারি। নেপাল সফরে না থাকলেও অক্টোবরে ঢাকায় হংকংয়ের বিপক্ষে খেলবেন হামজা। তাঁর সঙ্গে ফিরবেন কানাডাপ্রবাসী শমিত সোমও।