যেভাবে গণঅভ্যুত্থান সফল, সেভাবেই জুলাই সনদ বাস্তবায়িত হবে

গণমঞ্চ ডেস্ক নিউজ

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, যেভাবে গণঅভ্যুত্থান সফল হয়েছে, সেভাবেই জনগণের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়িত হবে। শনিবার বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনব্যাপী ‘জুলাই সনদ : আকাঙ্ক্ষা ও বাস্তবায়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, গণতন্ত্র ও দেশের স্বার্থে আমরা সবাই এক। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য কামাল হোসাইন জানান, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা কখনো বিভক্ত হব না।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, ফ্যাসিবাদের স্থায়ী বিলোপের জন্য জুলাই সনদের আইনি স্বীকৃতি অপরিহার্য। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, চারটা ব্যাংক খালি হলেও কারো মাথাব্যথা নেই, অথচ একশ্রেণির মানুষ এ গণঅভ্যুত্থানকে ইতিহাসের খামে ঢুকিয়ে দিতে চাইছে। ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজি আতাউর রহমান বলেন, জুলাই সনদ সবার ঐকমত্যে হতে হবে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী বলেন, জনগণকে সঙ্গে নিয়েই নতুন সংবিধান রচিত হতে হবে। রাজনৈতিক বিশ্লেষক সরোয়ার তুষার বলেন, সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় ঐকমত্য হলে পরবর্তী সংসদ কোনো ইস্যু নয়।

শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী বলেন, শহীদ ও আহতদের তালিকা প্রকাশ ও গণহত্যার বিচার না করে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাসান ইনামের সভাপতিত্বে ও সাংবাদিক জুবায়ের ইবনে কামালের সঞ্চালনায় বৈঠকে আরো অংশ নেন কবি ও চিন্তক তুহিন খান, লেখক ও অ্যাকটিভিস্ট সহুল আহমেদ, পুনর্পাঠ-এর নির্বাহী সম্পাদক মনজুরুল হক ও অ্যাকটিভিস্ট সাইয়্যেদ আব্দুল্লাহ।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *