যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া, অভিযোগ ট্রাম্পের

গণমঞ্চ নিউজ ডেস্ক –

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার কিম জং-উনের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) বেইজিংয়ে চীনের ইতিহাসের সবচেয়ে বড় ভিক্টরি ডে সামরিক কুচকাওয়াজের সময় ট্রাম্প এ মন্তব্য করেন। এ শোভাযাত্রা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে চীনের সামরিক শক্তির প্রদর্শনী।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন— ‘দয়া করে পুতিন ও কিম জং-উনকে আমার শুভেচ্ছা জানাবেন, তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’

তিনি আরও স্মরণ করিয়ে দেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীনকে সাহায্য করতে গিয়ে বহু মার্কিন সেনা প্রাণ দিয়েছে। তাদের সাহস ও আত্মত্যাগ যেন যথাযথভাবে স্মরণ করা হয়।

এর আগে ট্রাম্প বলেছিলেন, চীন-রাশিয়া-উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়। বিবিসিকে তিনি বলেন,‘না, মোটেও না। আমাদেরকে চীনের অনেক বেশি প্রয়োজন।’

ট্রাম্প দাবি করেন, তার সঙ্গে শি জিনপিংয়ের সম্পর্ক ভালো। তবে কূটনৈতিক চাপ আসলেও আমেরিকার শিল্প ও স্বার্থ রক্ষায় শুল্কনীতি তিনি অব্যাহত রাখবেন।

এক রেডিও সাক্ষাৎকারে ট্রাম্প জানান, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকেও তারা ইউক্রেন যুদ্ধের শান্তি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন।

রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের সমালোচনা করেনি বেইজিং। বরং পশ্চিমা দেশগুলো অভিযোগ করছে, চীন দ্বৈত ব্যবহারযোগ্য উপকরণ ও রুশ তেল কিনে যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করছে। তবে চীন এসব অস্বীকার করেছে।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া নতুন করে সীমান্তে সেনা মোতায়েন করছে। রাতের ভাষণে জেলেনস্কি বলেন, ‘পুতিন শান্তির পথে আসতে অস্বীকৃতি জানাচ্ছেন।’

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *