যুক্তরাষ্ট্রের আছে উড়ন্ত এফ-৩৫, ভারত বানিয়েছে ভাসমান এফ-৩৫: রাজনাথ সিং

গণমঞ্চ আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (বামে) এবং স্টিলথ ফ্রিগেট আইএনএস হিমগিরি (ডানে)। ছবি: সংগৃহীত

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশটির বিশাখাপত্তনমে পূর্ব নৌ কমান্ডে দুটি উন্নত স্টিলথ ফ্রিগেট আইএনএস উদয়গিরি এবং আইএনএস হিমগিরি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) ফ্রিগেটগুলোর সক্ষমতা পরিদর্শন করে তিনি ভারতীয় নৌবাহিনীর প্রশংসা করেন।

যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করে রাজনাথ সিং বলেন, ‘এমন একটি দেশ আছে যাদের আকাশে এফ-৩৫ (পঞ্চম প্রজন্মের ফাইটার জেট) উড়ছে, অন্যদিকে ভারতীয় নৌবাহিনী একটি ভাসমান এফ-৩৫ যুদ্ধজাহাজ তৈরি করেছে।’

ভারতীয় নৌবাহিনীর অত্যাধুনিক প্রকল্প ১৭এ-এর অংশ এই দুটি যুদ্ধজাহাজ। প্রথমবারের মতো দুটি ভিন্ন শিপইয়ার্ডে নির্মিত ফ্রন্টলাইন সারফেস কমব্যাটদের একসঙ্গে কমিশন করা হয়েছে। মুম্বাইয়ের মাজাগন ডক শিপবিল্ডার্স আইএনএস উদয়গিরি তৈরি করলেও, কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স আইএনএস হিমগিরি তৈরি করেছে।

নতুন দুটি ফ্রিগেটের প্রশংসা করে রাজনাথ সিং বলেন, আইএনএস উদয়গিরি এবং আইএনএস হিমগিরি কমিশন করা ভারতীয় নৌবাহিনীর শক্তি এবং স্থিতিস্থাপকতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

প্রতিরক্ষামন্ত্রী আরও জোর দিয়ে বলেন, ‘ভারত আর তার নৌবাহিনীর জন্য বিদেশি জাহাজ নির্মাণের ওপর নির্ভর করবে না। আমরা ভারতেই আমাদের জাহাজ তৈরি করব। প্রতিরক্ষা উৎপাদনে স্বনির্ভরতার দিকে এটি একটি অত্যন্ত নির্ধারক পদক্ষেপ।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *