যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকের জন্য বৃহস্পতিবার লন্ডনে পৌঁছাবেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

গণমঞ্চ নিউজ ডেস্ক –

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের জন্য বৃহস্পতিবার লন্ডনে পৌঁছাবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলাস্কায় শুক্রবারের গুরুত্বপূর্ণ আলোচনার আগে প্রস্তুতি নেবেন।

জার্মানি সফরের পর বুধবার ইউরোপীয় নেতাদের সঙ্গে কাজ করছেন জেলেনস্কি, যাতে ট্রাম্পকে বোঝানো যায় পুতিনকে ইউক্রেনের ভূখণ্ড ভাগ করার অনুমতি না দিতে। স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে (০৮:৩০ জিএমটি) তিনি ১০ ডাউনিং স্ট্রিটে স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বুধবার ট্রাম্প জার্মানির আয়োজনে ইউরোপীয় নেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে যোগ দেন। সেখানে জেলেনস্কি যুদ্ধ বন্ধের জন্য কিছু সীমারেখা নির্ধারণের প্রস্তাব দেন। তিনি ট্রাম্পকে সতর্ক করে বলেন, রুশ প্রেসিডেন্ট যুদ্ধ শেষ করতে চান বলে দাবি করলেও তা মিথ্যা জাহির মাত্র।

পরে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, পুতিন যদি ইউক্রেনে শান্তি চুক্তিতে সম্মত না হন তবে “কঠোর পরিণতি” ভোগ করতে হবে। যদিও তিনি স্পষ্ট করে বলেননি সেই পরিণতি কী হতে পারে, তবে বৈঠক ব্যর্থ হলে অর্থনৈতিক নিষেধাজ্ঞার ইঙ্গিত দেন।

বুধবারের ভার্চুয়াল বৈঠকের ফলাফল ও ট্রাম্পের মন্তব্য কিয়েভকে আলাস্কা সম্মেলনের আগে উৎসাহ দিতে পারে। ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে তাঁর আলাপের উদ্দেশ্য হবে “দ্রুত পরবর্তী আলোচনার পথ তৈরি করা”, যেখানে জেলেনস্কিও উপস্থিত থাকবেন।

তিনি বলেন, “যদি প্রথম বৈঠক ভালোভাবে হয়, আমরা দ্রুত দ্বিতীয় বৈঠক করব। আমি চাই এটি প্রায় সঙ্গে সঙ্গেই হোক এবং সেখানে প্রেসিডেন্ট পুতিন, প্রেসিডেন্ট জেলেনস্কি ও আমি থাকব—যদি তারা আমাকে চান।”

বুধবারের ভার্চুয়াল বৈঠক শেষে “কোয়ালিশন অব দ্য উইলিং”-এর সহ-সভাপতি ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এক যৌথ বিবৃতিতে ইউক্রেনে যুদ্ধবিরতির পথে তাদের অবস্থান তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *