ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডকে উড়িয়ে দিলো সিটি

ডার্বি মানেই মাঠ ও মাঠের বাইরে লড়াইয়ের উত্তাপ। তবে মাঠের বাইরের উত্তাপ ভেতরে দেখা গেল না। নিরুত্তাপের ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিলো ম্যানচেস্টার সিটি।

ইতিহাদ স্টেডিয়ামে পুরো ম্যাচে প্রায় ৪৫ শতাংশ সময় পজেশন রেখে গোলের জন্য ১২টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে সিটি। সেখানে গোলের জন্য সমান শট নিয়েও জাল খুঁজে পায়নি ইউনাইটেড। ম্যাচে ফিল ফোডেন দলকে এগিয়ে নেওয়ার পর জোড়া গোল করেন আর্লিং হলান্ড।

১৮তম মিনিটে জেরেমি ডোকুর ডি-বক্সে বাড়ানো বল হেডে জালে জড়ান ফোডেন। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এই ইংলিশ মিডফিল্ডারের গোল হলো সাতটি; সিটির জার্সিতে ম্যানচেস্টার ডার্বিতে তার চেয়ে বেশি গোল আছে কেবল সের্হিও আগুয়েরোর (৮)।

এরপর দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে ফোডেনের পাস থেকে জাল খুঁজে নেন হলানড্। ৬৮তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন হলান্ড। বের্নার্দো সিলভার থ্রু পাস ধরে কোনাকুনি শটে গোলটি করেন তিনি। এবারের লিগে চার ম্যাচে নরওয়ে তারকার গোল হলো পাঁচটি।

এই জয়ে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠেছে ম্যানচেস্টার সিটি। ৪ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে ইউনাইটেড
দিনের প্রথম ম্যাচে বার্নলিকে ১-০ গোলে হারানো লিভারপুল ১২ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *