মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

গণমঞ্চ নিউজ ডেস্ক –

বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন। তার আগে মোদিকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে মোদিকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট। সমাজমাধ্যমে একথা জানিয়ে ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানান মোদি।

জন্মদিনের আগের রাতে শুভেচ্ছাবার্তা পেয়ে সমাজিকমাধ্যমে ট্রাম্পকে ধন্যবাদ জানান মোদি। তিনি লেখেন, ‘৭৫তম জন্মদিনের শুভেচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু। আপনার মতো আমিও ভারত-যুক্তরাষ্ট্রের সমঝোতা এবং বৈশ্বিক অংশীদারিত্বকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।’

পাশাপাশি তিনি আরো লেখেন, ‘রাশিয়া-ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আপনার উদ্যোগকে আমরা সমর্থন করি।’

১৭ জুনের পর এই প্রথম ট্রাম্প ও মোদির মধ্যে ফোনালাপ হলো। যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েনের মাঝেই মোদির জন্মদিন উপলক্ষ্যে ট্রাম্পের ফোন কিছুটা ‘ইতিবাচক’ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আনন্দবাজার

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *