ঢাকার একটি আদালত বৃহস্পতিবার মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপন বৈঠকে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন।
ঢাকা মহানগর হাকিম মো. সেফাত উল্লাহ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি ইন্সপেক্টর জেহাদ হোসেনের সাত দিনের রিমান্ড আবেদন শুনে এ আদেশ দেন।
এদিকে, জাফরিনের আইনজীবী অ্যাডভোকেট মোরশেদ হোসেন শাহীন তার পক্ষে জামিন আবেদন দাখিল করেন।
গত বুধবার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গোয়েন্দা পুলিশ সুমাইয়াকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার অনুযায়ী, আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার সঙ্গে সুমাইয়া জাফরিন সরাসরি জড়িত ছিলেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন সংবাদমাধ্যমে মেজর সাদিকের আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার খবর প্রকাশিত হলে বাংলাদেশ সেনাবাহিনী তাকে হেফাজতে নেয়।
গত ৩১ জুলাই ঢাকা ক্যান্টনমেন্টের অফিসার্স মেস ‘এ’-তে এক সংবাদ সম্মেলনে সেনা সদর দপ্তরের মিলিটারি অপারেশনস পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা এ তথ্য নিশ্চিত করেন।