মানিক মিয়া অ্যাভিনিউতে ‘সরকার পতনের মুহূর্ত’ উদযাপন

জুলাই-আগস্ট অভ্যুত্থানে গত বছরের আজকের এই দিনে গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বছর পর আজ ৫ আগস্ট সরকার পতনের এই দিনে বিরূপ আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হতে শুরু করেন হাজারো জনতা।

এ উপলক্ষ্যে সেই মুহূর্ত উদযাপনে জড়ো হন তারা। সকাল থেকে নানা পরিবেশনা থাকলেও দুপুর ২টার পর থেকে হাজারো দর্শক-শ্রোতাদের হাতে দেখা যায় হেলিকপ্টার আকৃতির গ্যাস বেলুন, জাতীয় পতাকা।

এসময় তারা ঘড়ির দিকে তাকিয়ে অপেক্ষা করতে থাকেন, কখন বাজবে ২টা ২৫ মিনিট। অপেক্ষার পালা শেষ হতেই হাজারো কণ্ঠে একসঙ্গে শোনা যায়- পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। বিরামহীনভাবে চলে এই স্লোগান।

আগত দর্শনার্থীদের মধ্য থেকে চট্টগ্রাম থেকে আসা শিক্ষার্থী আশফাকে বলেন, আমি গণভবনে গত বছর আসতে পারিনি। তবে চট্টগ্রাম থেকে দেখেছি, মানুষ ঠিক কতোটা আবেগ আপ্লুত ছিল গণভবনে এসে। আজ কিছুটা হলেও ভালো লাগছে এই উদযাপন করার মাধ্যমে।

অন্যদিকে মিরপুরের বাসিন্দা হুমাইরা বলেন, এখানে আসতে আসতে বারবার মনে হচ্ছিল গতবছর এই সময় মনে কী পরিমাণ ভয় নিয়ে রাস্তায় বেরিয়েছিলাম। অথচ বছর ব্যবধানে ভয় নেই। আছে মনে স্বস্তি ও আনন্দ।

এর আগে দুপুর ১২টায় সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ সাংস্কৃতিক অনুষ্ঠানমালা শুরু হয়। এ অনুষ্ঠানটি ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও দেরিতে শুরু হয়।

শুরুতে সাইমুম শিল্পীরা ওস্তাদ তোফাজ্জেল হোসেনের লেখা ‌‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’ গানটি পরিবেশন করেন।

দিনব্যাপী এই আয়োজনে পর্যায়ক্রমে মঞ্চে আসবেন দেশের বিভিন্ন খ্যাতনামা শিল্পীগোষ্ঠী, ব্যান্ড ও একক শিল্পীরা। থাকবে ধর্মীয় বিরতির পাশাপাশি ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ এবং ড্রোননির্ভর বিশেষ নাট্য উপস্থাপনা। অনুষ্ঠান চলবে রাত ৮টা পর্যন্ত।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *