মানিকগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত

গণমঞ্চ নিউজ ডেস্ক –

মানিকগঞ্জের সিঙ্গাইরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা সদরে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জেলার দৌলতপুর উপজেলার নিলুয়া গ্রামের পরশ উদ্দিনের ছেলে আবদুল মান্নান (২৩) ও হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার শেরজন মোল্লার ছেলে মনির হোসেন (৬০)।

সিঙ্গাইর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশায় চারজন যাত্রী ছিলেন। সকাল সাড়ে সাতটার দিকে অটোরিকশাটি মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে সিঙ্গাইর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। এ সময় সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত ও দুজন গুরুতর আহত হন। পরে আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জে ও এম তৌফিক আজম বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *