স্বপন রবি দাশ,হবিগঞ্জ থেকে
হবিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় শচিন দাস পানিকা (৩০) নামে এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন। শনিবার(২৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শচিন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কুরমা চা-বাগানের বাসিন্দা বালক দাস পানিকার ছেলে। তিনি কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
এ ঘটনায় একই মোটরসাইকেলে থাকা মাধবপুর উপজেলার সুরমা চা-বাগানের ইউসুফ তালুকদার গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘‘ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’
নিহতের পরিবার বলছে, শচিনের অকাল মৃত্যুতে শুধু শোক আর স্মৃতি বাকি রইল তাদের কাছে।
মাধবপুরে ট্রাকচাপায় কারখানা শ্রমিকের মৃত্যু
