গণমঞ্চ নিউজ ডেস্ক –
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় রেনু বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করছে দুর্বৃত্তরা। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নে চরকাচিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশকে খবর দিলে তারা এসে নিহত রেনু বেগমের লাশ বসতঘরের মধ্যে তালা দেয়া অবস্থায় দেখতে পায়। পরে ঘরের তালা ভেঙে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত রেনু বেগম চরকাচিকাটা গ্রামের মৃত্যু ছাদেক হাওলাদারের স্ত্রী।
এলাকাবাসী ও কর্তব্যরত পুলিশের সাথে কথা বলে জানা যায়, শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নে চরকাচিকাটা গ্রামের কুমেরপাড় এলাকায় একটি ফাঁকা বাড়িতে একাই বসবাস করতেন রেনু বেগম। দুপুরের দিকে এলাকার লোকজন রেনু বেগমের কোনো আওয়াজ না পেয়ে তার বাড়িতে এসে দেখেন ঘরে তালা দেওয়া, কিন্তু জানালার একটি অংশ খোলা। তারা জানালা দিয়ে দেখতে পান রেনু বেগমের লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে খাটের ওপর। এ সময় তারা খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহত রেনু বেগমের মেয়ের জামাই আমির হোসেন বলেন, ‘আমার শাশুড়ির সাথে রাতে আমার স্ত্রী কথা বলেছেন বলে শুনেছি। তবে এ হত্যাকাণ্ড কখন হয়েছে তা আমি সঠিকভাবে বলতে পারি না। আমাকে ফোন দিয়ে জানানো হয় আমার শাশুড়ির অবস্থা ভালো না। মনে করেছিলাম খুব বেশি অসুস্থ। এখানে এসে দেখি সে মারা গেছে। এই হত্যাকাণ্ডটি কে বা কারা করেছে এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই।’
এ ব্যাপারে জানতে চাইলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, নিহত রেনু বেগমের ব্যাপারে আমাদের ফোন দিয়ে জানানো হয়,আমরা সাথে সাথেই ঘটনাস্থলে আসি। ঘরের ভেতরে তালা দেয়া অবস্থায় রেনু বেগমের গলা কাটা লাশ আমরা দেখতে পাই। আমি ঊর্ধ্বতনও কর্তৃপক্ষের সাথে এ বিষয় নিয়ে কথা বলেছি। আমরা লাশটি ময়নাতদন্তের জন্য পাঠাবো। এরপরই প্রকৃত ঘটনা জানা যাবে।