মাদারীপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

গণমঞ্চ নিউজ ডেস্ক –

মাদারীপুরের শিবচরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ঘটনা মামলার দু’আসামিকে আটক করেছে র‍্যাব। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের।

আটক দু’জন হলেন শিবচর চর-সামাইল এলাকার খালেক সরদারের ছেলে রানা সরদার (৩২) ও শিবচর কেরানিহাট এলাকার হারুন সরদারের ছেলে সিয়াম সরদার (২২)।

বিষয়টি প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন র‍্যাব-৮-এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন।

র‌্যাব জানান, গত ১৪ সেপ্টেম্বর রাতে শিবচর পৌর বাজারের প্রধান সড়কে একটি ব্যাংকের সামনে কুপিয়ে হত্যা করা হয় রাকিব মাদবর (২৫) নামে এক শিক্ষার্থীকে। নিহত রাকিব সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় ২২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়। আসামিদের আটকে র‍্যাব-৮ ও র‍্যাব-১০ যৌথভাবে তদন্ত শুরু করে।

র‌্যাব জানিয়েছে, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঢাকা-কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জে আসামি রানা ও সিয়ামের উপস্থিতি শনাক্ত করে তারা। পরে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় হত্যা মামলার দু’আসামিকে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *