গণমঞ্চ ডেস্ক-
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সিদ্ধেশ্বরপুর গ্রামে মাত্র ৫০০ টাকা না দেওয়ায় বড় ভাইকে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যার ঘটনায় ছোট ভাইয়ের (১৬) সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে পুলিশ।
ঘটনার তিন দিন পর, সোমবার (১১ আগস্ট) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান মৌলভীবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নোবেল চাকমা।
তিনি জানান, গত ৮ আগস্ট রাতে পারিবারিক কলহের জেরে নিহত আব্দুর রাহিম রাফি (২৪)-এর ছোট ভাই তার কাছে ৫০০ টাকা দাবি করে। রাফি টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে গালিগালাজ ও দুর্ব্যবহার করলে ছোট ভাই ক্ষুব্ধ হয়। পরদিন ৯ আগস্ট সকালে, বাড়িতে মা ও ভাইয়ের স্ত্রী অনুপস্থিত থাকার সুযোগে অভিযুক্ত কিশোর ঘুমন্ত বড় ভাইয়ের ঘরে প্রবেশ করে খাটের নিচ থেকে একটি দা বের করে। এরপর ঘাড়ে উপর্যুপরি কোপ মেরে তাকে হত্যা করে।
নোবেল চাকমা আরও জানান, হত্যার পর দা বেসিনে ধুয়ে আগের জায়গায় রেখে দেওয়া হয় এবং রক্তমাখা লুঙ্গি খাটের নিচে লুকিয়ে রাখা হয়। ঘটনার পরদিন নিহতের মা মনোয়ারা বেগম কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তে বিভিন্ন তথ্যপ্রমাণের ভিত্তিতে ছোট ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করে।
পুলিশ আরও জানায়, আব্দুর রাহিম রাফি প্রেম করে পরিবারের অমতে বিয়ে করেছিলেন, যা নিয়ে দেবর-ভাবি ও ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল।
এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত কিশোরকে আইনগত প্রক্রিয়ায় কিশোর সংশোধনাগারে পাঠানো হবে।