নিখোঁজ মেয়ের খোঁজে বৃহস্পতিবার আবারও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গিয়েছিলেন এক মা। তবে এ দিনও মেয়ে ফিরে এল না—ফিরে এল শুধু মেয়ের পোড়া স্কুলব্যাগ।
নয় বছর বয়সী মারিয়াম উম্মে আফিয়া, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী, সোমবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে স্কুলে বিমান দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ।
তার মা তামিমা উম্মে, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে স্কুল প্রাঙ্গণে যান আফিয়ার খোঁজে।
আশায় বুক বেঁধে স্কুলে প্রবেশ করলেও, ফিরে আসতে হয় শুধু মেয়ে আফিয়ার পোড়া স্কুলব্যাগ বুকে চেপে ধরে।
দুপুর নাগাদ তামিমা কাঁদতে কাঁদতে স্কুল চত্বর থেকে বের হন। স্বজনদের হাতে দেখা যায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া পোড়া স্কুলব্যাগটি।
আফিয়ার চাচা সাব্বির বলেন, “আমার বোন একেবারে মানসিকভাবে ভেঙে পড়েছে। শারীরিক অবস্থাও এত খারাপ যে কথা বলার শক্তিও নেই। আমরা তুরাগের চান্দালভোগে থাকি।”
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহত, আহত ও নিখোঁজদের তথ্য সংগ্রহের জন্য একটি সহায়তা ডেস্ক খোলা হয়েছে। নিখোঁজ আফিয়ার তথ্য দিতে তামিমা ও তার আত্মীয়রা সেখানে গিয়েছিলেন।