গণমঞ্চ নিউজ ডেস্ক –
রাজধানী ঢাকার মহাখালীতে একটি সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যা সোয়া সাতটার দিকে মহাখালী রেলগেটের কাছে “ইউরেকা এন্টারপ্রাইজ” নামের ওই ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, তাদের দশটি ইউনিট সেখানে গিয়ে ৭টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বিমান বাহিনীর দুটি ইউনিটও এ কাজে অংশ নেয়।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
“ইউরেকা এন্টারপ্রাইজ” এর এক কর্মচারী অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাড়ি থেকে ট্যাংকে তেল মানানো হচ্ছিল ওই সময় আগুন লাগে।”
এদিকে, এ অগ্নিকাণ্ডের ফলে সামনের রাস্তায় চলাচল বন্ধ হয়ে যায়। মহাখালী ফ্লাইওভারের ওপরও একপাশেও যান চলাচল বন্ধ রাখা হয়।
আগুন নিয়ন্ত্রণে আসার পর সড়কে যান চলাচল শুরু হয়েছে। তবে যান চলাচলে কিছুটা ধীরগতি রয়েছে।