মিয়া সুলেমান, ময়মনসিংহ থেকে
ময়মনসিংহ রেলস্টেশন থেকে যাত্রীর স্বর্ণালংকার ও দলিলসহ চু’রি যাওয়া ব্যাগ মাত্র ৩০ ঘণ্টার মধ্যেই উ’দ্ধা’র করেছে র্যাব-১৪, ময়মনসিংহ। অ’ভি’যা’নে দুইজন চো’র’কে গ্রে’ফ’তা’র করা হয়েছে।
ভু’ক্ত’ভো’গী মোঃ আতিকুর রহমান (৪৭), পিতা মৃতঃ নুরুল ইসলাম, সাং-হাটশিরা, থানা-কলমাকান্দা, জেলা-নেত্রকোনা জানান, গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তিনি তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে নেত্রকোনার উদ্দেশ্যে যাত্রা করেন।
ট্রেনটি ময়মনসিংহ রেলস্টেশনে যাত্রাবিরতির সময় তিনি নামাজ পড়ার জন্য জিআরপি মসজিদে যান। নামাজ শেষে ফিরে এসে দেখতে পান, সিটের উপরের বাংকারে রাখা ব্যাগটি চু’রি হয়ে গেছে। ব্যাগে জমির মূল দলিলপত্র, ৮ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিল।
ঘটনাটি নিয়ে ময়মনসিংহ রেলওয়ে থানায় ২৫ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-০১, ধারা-৩৭৯ পেনাল কোড)। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আ’লো’ড়’ন তোলে এবং জনমনে উ’দ্বে’গে’র সৃষ্টি করে।
এমন গুরুত্বপূর্ণ ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে র্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে এবং অ’ভি’যু’ক্ত’দের শনাক্ত ও গ্রে’ফ’তা’রে অ’ভি’যা’ন শুরু করে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর একটি চৌকস দল ২৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে ময়মনসিংহ শহরের ডিবি রোড এলাকায় অ’ভি’যা’ন চালিয়ে চুরির সাথে জড়িত দুইজনকে গ্রে’ফ’তা’র করে। তারা হলেন:-১। মোঃ বাবুল (৩২), পিতা-মোঃ আবুল কালাম, সাং-শেওড়া ধোপাখোলা, ২। রনি বনিক (৩৫), পিতা-প্রশন্ন বনিক, সাং-শেওড়া ডিবি রোড, উভয়েই ময়মনসিংহ কোতোয়ালী থানার বাসিন্দা।
তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী, চুরি যাওয়া ব্যাগ, জমির দলিলপত্র, প্রায় ৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১৭,০০০/- টাকা উ’দ্ধা’র করা হয়। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ছাড়াও, পৃথক একটি অভিযানে ২৭ সেপ্টেম্বর সকাল ১০টা ১০ মিনিটে র্যাব-১৪ এর আরেকটি দল ময়মনসিংহ রেলস্টেশন এলাকায় অ’ভি’যা’ন চালিয়ে ৯৬০ পিস অ’বৈ’ধ ই’য়া’বা ট্যা’ব’লে’ট উ’দ্ধা’র করে।র্যাব-১৪ জানায়, জনগণের জান-মাল রক্ষায় তাদের এই ধরনের অ’ভি’যা’ন অব্যাহত থাকবে।