‘মঞ্চ ৭১’র অনুষ্ঠান থেকে লতিফ সিদ্দিকীসহ কয়েকজন আটক

গণমঞ্চ নিউজ ডেস্ক –

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম “মঞ্চ ৭১” আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরির পর তাদের আটক করা হয়। আটকদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মীও রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার ইউনিটি (ডিআরইউ) থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, “মঞ্চ ৭১” আয়োজিত এক অনুষ্ঠান মুক্তিযোদ্ধা, শিক্ষক, আইনজীবী ও অন্যান্য পেশাজীবীদের নিয়ে একটি অনুষ্ঠান চলছিল। সেখানে জনতা উপস্থিত হয়ে প্রতিবাদ করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানালে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ সংবাদমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আটকদের শাহবাগ থানায় নেওয়া হবে।

এদিন সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে “আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান” শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে “মঞ্চ ৭১”। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের। তবে তিনি আসেননি।

অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সংবাদমাধ্যমকে বলেন, “সব দল-মতের মুক্তিযোদ্ধাদের ডাকা হয়েছে। আমরা এসেছি। প্রোগ্রাম শুরু করেছিলাম। লতিফ সিদ্দিকী সাহেব এসেছেন। কামাল হোসেন সাহেব আসেননি। ২০-২৫ জন ছেলে এসে হঠাৎ হট্টগোল শুরু করে। আমাদের ঘিরে ফেলে। তবে কারও গায়ে হাত দেয়নি।”

এরপর দুপুর ১২টার দিকে এডিসি আাসাসের নেতৃত্বে লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, মঞ্চ ৭১-এর অনুষ্ঠান আয়োজনের খবর পেয়ে “জুলাই যোদ্ধা” ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কয়েকজন অনুষ্ঠানস্থলে গিয়ে ঘেরাও করেন। তারা লতিফ সিদ্দিকী ও উপস্থিত অন্যদের অনুষ্ঠানস্থলে প্রবেশ ও অবস্থান ঠেকাতে তাদের অবরুদ্ধ করে রাখেন।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *